চীন সফরকে ইতিবাচক বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর দু'দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে 'ইতিবাচক' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "ড. ইউনূসের চীন সফর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিএনপি ইতিবাচক। ভূরাজনৈতিক কারণেই চীনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাটা জরুরি।"
এছাড়া, মির্জা ফখরুল চীন, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “কিছু কিছু মহল সচেতনভাবে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। নির্বাচনে বাধা দেখা গেলে রাস্তায় নামতে হবে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে। নির্বাচিত সরকারের শক্তি আর অনির্বাচিত সরকারের শক্তি এক নয়।”
মন্তব্য করুন