জাতীয় ঈদগাহে থাকছে ৫ স্তরের নিরাপত্তা, ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম ও ঢাকার অন্যান্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে সুদৃঢ় ও সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রবিবার সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
তিনি জানান, জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে, যেখানে ৩৫ হাজার মুসল্লি অংশ নেবেন। এছাড়া, ঢাকা মহানগরে মোট ১১১টি ঈদগাহ এবং এক হাজার ৫৭৭টি মসজিদে মোট ১,৭৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ডিএমপি কমিশনার বলেন, ঈদগাহ ময়দানসহ আশপাশের এলাকায় প্রায় ১০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যেগুলো কন্ট্রোলরুম থেকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হবে। মাংস, প্রেসক্লাব এবং শিক্ষা ভবনের প্রবেশ মুখে আর্চওয়ে ও মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা এবং পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
তিনি আরও জানান, ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় এসবির টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড সুইপিং করবে এবং সোয়াত ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। এছাড়া, সাদা পোশাকে ডিবি ও সিটিটিসি সদস্যরা মোতায়েন করা হবে।
শেখ মো. সাজ্জাত আলী নগরবাসীকে অনুরোধ করেন, তারা যেন কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে ঈদগাহ ময়দানে না আসেন এবং জামাত শেষে সুশৃঙ্খলভাবে বের হওয়ার জন্য সকলকে অনুরোধ জানান।
এছাড়া, ঈদ জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এতে এটিইউ, সিটিটিসি, ডিবি ও বাংলাদেশ আর্মির সদস্যরা সমন্বিতভাবে কাজ করবেন।
মন্তব্য করুন