logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক
  ২৯ মার্চ ২০২৫, ১০:৪১
সংগ্রহীত

চীনের পিকিং বিশ্ববিদ্যালয় (পিকেইউ) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে। আজ শনিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

এদিন পিকিং বিশ্ববিদ্যালয়ে এক মনোজ্ঞ অনুষ্ঠানে বক্তব্য দেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, যা উপস্থিত সকলের মধ্যে আলোড়ন সৃষ্টি করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে আনুষ্ঠানিক গাউন পরিয়ে সম্মান জানায়, যা এক বিশেষ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়।

ড. মুহাম্মদ ইউনূস গত বুধবার চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। সফর শেষে আজ শনিবার তিনি দেশে ফিরে আসবেন। এই সম্মাননা তাঁর অসামান্য অবদানের প্রতি বিশ্বের বৃহৎ বিশ্ববিদ্যালয়গুলোর স্বীকৃতি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12