logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জামালপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৩, এক ঘণ্টা পর সচল রেলপথ

অনলাইন ডেস্ক
  ২৭ মার্চ ২০২৫, ১৬:৩৯
সংগ্রহীত

জামালপুরে তরমুজ বোঝাই ট্রাক ও ট্রেনের সংঘর্ষে ট্রেন চালকসহ তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কানিল ঘুন্টি রেলক্রসিং এলাকায় ঘটে এই দুর্ঘটনা। জামালপুরের দিকে আসা দ্রুতগতির ট্রাক রেলগেট ব্যারিয়ার ভেঙে লাইনের ওপর উঠে যায়। তখন ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর ট্রাকটি পাশের একটি দোকানের ওপর আছড়ে পড়ে এবং ট্রেন চালক, গেটকিপার এবং দোকানদার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার কারণে জামালপুর-ময়মনসিংহ রুটে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে, তবে পরে ট্রেনের ইঞ্জিন মেরামত করে নান্দিনা স্টেশনে নিয়ে যাওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12