logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ধানমন্ডিতে র‌্যাব পরিচয়ে ডাকাতি,৬ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  ২৭ মার্চ ২০২৫, ১৫:০৮
সংগ্রহীত

রাজধানীর ধানমন্ডির ৮ নম্বর সড়কে র‌্যাব পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত র‌্যাব লেখা কালো রঙের দুটি জ্যাকেট, তিনটি কালো রঙের র‌্যাব লেখা ক্যাপ, একটি মাইক্রোবাস, পাঁচটি মোবাইল ফোন, একটি লোহা তৈরি ছেনি, একটি পুরাতন লাল রঙের স্লাইরেঞ্জ এবং নগদ ৪৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ফরহাদ বিন মোশারফ (৩৩), ইয়াছিন হাসান (২২), মোবাশ্বের আহাম্মেদ (২৩), ওয়াকিল মাহমুদ (২৬), আবদুল্লাহ (৩২) ও সুমন (২৯)। এই ডাকাত দলের সদস্যরা ধানমন্ডির ৮ নম্বর সড়কের একটি ভবনে হামলা চালিয়ে গেট খুলে ভেতরে প্রবেশ করেন। তারা সিকিউরিটি গার্ড, কেয়ারটেকার, ও গাড়িচালককে ধরাধরি করে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং অফিসের গেট ভেঙে নগদ টাকা লুট করে।

পরে, তারা মালিক এম এ হান্নান আজাদের ফ্ল্যাটে ঢুকে সোনালী দুল ও চেইন সহ আনুমানিক আড়াই ভরি স্বর্ণ লুট করে এবং ২২ লাখ টাকা ও ১৩ লাখ টাকা নগদ সংগ্রহ করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে, কিন্তু ডাকাতরা পুলিশকে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। পরবর্তীতে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করা হয়েছে এবং ডিএমপির প্রযুক্তির সহায়তায় পলাতক সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12