logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চাঁনখারপুল হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন প্রস্তুত,ট্রাইব্যুনালে দাখিল হবে ঈদের পর

অনলাইন ডেস্ক
  ২৭ মার্চ ২০২৫, ১৪:২০
সংগ্রহীত

গত ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়েছে এবং এটি ঈদের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এই তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে গত ২ অক্টোবর, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় চাঁনখারপুলে গণহত্যা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে নিহত দশম শ্রেণির ছাত্র আনাসের হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ৫ আগস্ট গেন্ডারিয়া থেকে গোপনে বের হয়ে চাঁনখারপুলে আন্দোলনে যোগ দেয় আনাস, যেখানে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। তারা কিছু ভিডিও পেয়েছেন, যাতে দেখা যায় কিভাবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন অলিতে গলিতে ঢুকে গুলি করেছে।

এই ঘটনায় আনাসের বাবা পলাশ প্রধানমন্ত্রীসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন, এবং পুলিশ কনস্টেবল সুজন গ্রেফতার রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12