logo
  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদের আগে যানজট, ১৫ কিলোমিটার দীর্ঘ জটলা

অনলাইন ডেস্ক
  ২৭ মার্চ ২০২৫, ১০:৩৭
সংগ্রহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল থেকে মদনপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বুধবার রাত থেকে নারায়ণগঞ্জ অংশে যানজটের এই চিত্র চোখে পড়ে। ঈদকে কেন্দ্র করে যানজট নিয়ন্ত্রণে ২৫ মার্চ থেকে মহাসড়কে ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলেও চালকরা তা অমান্য করে ট্রাক প্রবেশের চেষ্টা করেন, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

ডিএমপির ট্রাফিক বিভাগ দ্রুত তাদের বাধা দেওয়ার পর, মাতুয়াইলের তল্লাশি চৌকিতে ট্রাকগুলো ঘুরিয়ে দেওয়া হয়, যা যানজটের সৃষ্টি করেছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে হাইওয়ে পুলিশের পরিদর্শক (টিআই) আবু নাঈম সিদ্দিকী জানান, মদনপুর পর্যন্ত যানজট পৌঁছানোর পর, তারা ডিএমপির সঙ্গে উচ্চ পর্যায়ে যোগাযোগ করেন। ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং দ্রুত সময়ের মধ্যে যানজট নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বর্তমানে গাড়ি চলাচল ধীর গতিতে শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12