বায়তুল মোকাররম মসজিদে ঈদুল ফিতরের পাঁচটি জামাত, ইমামদের দায়িত্ব ভাগ করা হলো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারও প্রতি বছরের মতো পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। বুধবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে, যেখানে ইমামের দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন (অব.) হাফেজ মো. আতাউর রহমান। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত ৯টায় এবং চতুর্থ জামাত ১০টায় অনুষ্ঠিত হবে। পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
পাঁচটি জামাতে ইমামদের পাশাপাশি মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেমরা। এছাড়া, যদি কোনো ইমাম উপস্থিত না থাকেন, তাহলে বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন দায়িত্ব পালন করবেন।
মন্তব্য করুন