logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ঈদ যাত্রায় ঢাকা থেকে আজ ৬৯টি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যাবে

অনলাইন ডেস্ক
  ২৬ মার্চ ২০২৫, ১৪:০৫
সংগ্রহীত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। কমলাপুর রেলস্টেশনে ঈদ যাত্রার তৃতীয় দিনে অতিরিক্ত যাত্রীর চাপ দেখা গেলেও আগের মতো ভোগান্তি নেই। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন জানিয়েছেন, আজ বুধবার ঢাকা থেকে মোট ৬৯টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এর মধ্যে ৪৩টি আন্তঃনগর এবং ২৬টি মেইল ও কমিউটার ট্রেন রয়েছে।

শাহাদাত হোসেন জানান, আজ সব ট্রেনই নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে, তবে তিতাস কমিউটার ৪৫ মিনিট দেরিতে ছেড়ে গেছে, কারণ স্টেশন আসতে দেরি হয়েছিল।

তিনি আরও বলেন, "যাত্রীসেবায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং স্টেশন থেকে গন্তব্য পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। আগামীকাল (২৭ মার্চ) থেকে বিশেষ ট্রেন চলবে, আর ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে।"

এদিন সকালে স্টেশন এলাকায় অতিরিক্ত যাত্রীর চাপ ছিল, কারণ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন বিভিন্ন অঞ্চলের মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12