বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ!

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় অবস্থিত 'হ্যাগ নীট ওয়্যার' কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে এক ঘণ্টা ধরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেন এবং সকাল সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কর্মচারী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন শতাধিক শ্রমিক গত কয়েকদিন ধরে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাসের দাবিতে আন্দোলন করে আসছেন। আজ সকালে কারখানার ফটকে তালা ঝুলতে দেখে শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভে নামেন। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন, যা কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি করে।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুস সেলিম জানিয়েছেন, "শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে যাতে শ্রমিকদের বেতন দেওয়া যায়।"
জাগতিক /এস আই
মন্তব্য করুন