চার কোটি টাকার চেক ডিজঅনার মামলা
সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ

চার কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন। আদালতের পেশকার রিপন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের ১৮ ডিসেম্বর সাকিবসহ চারজনের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনারের অভিযোগে সমন জারি করেছিল আদালত। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর এই মামলাটি দায়ের করা হয়, যেখানে সাকিব আল হাসানের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশে ব্যাংক থেকে ঋণ নিয়ে চেক ইস্যু করেছিল। তবে, চেকের বিপরীতে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। এর পর আইএফআইসি ব্যাংক নোটিশ পাঠায়, কিন্তু ৩০ দিন পরেও কোনো সাড়া না পাওয়ায় মামলা দায়ের করা হয়।
মামলায় সাকিব ছাড়াও তার অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহাগীর হোসাইন, ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকা বেগমও অভিযুক্ত হয়েছেন। আদালত গত জানুয়ারিতে সাকিবসহ সকল আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, এবং এখন তাদের সম্পদ জব্দ করার আদেশ দেওয়া হয়েছে।
এই ঘটনায় সাকিব আল হাসানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার পর, তার বিরুদ্ধে নানা ধরনের প্রশ্ন উঠেছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন