জুনায়েদ আহমেদ পলকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন।
এদিন সকালে পলককে সিএমএম আদালতে হাজির করা হয়, যেখানে মামলার তদন্তকারী কর্মকর্তা তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন, তবে আসামিপক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি ও অ্যাডভোকেট তরিকুল ইসলাম রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে ৪ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
এই হত্যা মামলা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, কারণ এর সঙ্গে সম্পর্কিত একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৫ আগস্ট যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার এলাকায় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের হামলায় মৃত্যুবরণ করেন ভুক্তভোগী ওবায়দুল ইসলাম। এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
১৪ আগস্ট, রাত ১১টায়, খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে ডিবি পুলিশ গ্রেফতার করে। এরপর থেকে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার করে একাধিক দফায় রিমান্ডে নেয়া হয়। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
এই ঘটনাটি এখন রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন