তারেক রহমানের প্রতি আবেদন
কুখ্যাত চাঁদাবাজ দীপুর চাঁদাবাজি সন্ত্রাসি কর্মকান্ডে অতিষ্ট রুপগঞ্জ বাসি

নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র নবগঠিত কমিটির প্রথম যুগ্ন আহ্বায়ক হিসেবে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্বাচিত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে ব্যাপক আলোচনা চলছে। পরিবারের ঐতিহ্য বজায় রেখে দিপু রাজনীতিতে সক্রিয় হলেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে।
দিপুর দাদা, প্রয়াত গুলবক্স ভূঁইয়া ছিলেন পূর্ব পাকিস্তানের দ্বিতীয় শীর্ষ সফল বাঙালি ব্যবসায়ী এবং তার বাবা মজিবুর রহমান ভূঁইয়া ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান। তদুপরি, দিপু নিজেও একজন সফল উদ্যোক্তা এবং শিল্পপতি হিসেবে পরিচিত। গাউছিয়া গ্রুপের মাধ্যমে তিনি কর্মসংস্থান সৃষ্টি করে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তবে, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, বিশেষ করে শহীদ জিসান হত্যার সাথে সম্পর্কিত ঘটনা নিয়ে। রুপগঞ্জের স্থানীয়রা অভিযোগ করেছেন, দিপু দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে, তিনি এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণকে অতিষ্ঠ করেছেন এবং এলাকার শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন।
এই পরিস্থিতিতে, আজ (সোমবার) জাতীয় প্রেসক্লাবের সামনে রুপগঞ্জের বাসিন্দারা মানববন্ধন করেছেন। সেখানে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন জানিয়েছেন, দলীয় নাম ভাঙ্গিয়ে দিপু যেন নিজেকে আগামীর এমপি হিসেবে দাবি করতে না পারেন। তারা দলের স্বার্থে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এখন দেখা যাচ্ছে, দিপু ও তার পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক চাপ ক্রমেই বাড়ছে। দলীয় সদস্যদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে, বিশেষ করে যখন স্থানীয় জনগণ তার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানাচ্ছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন