বরিশালে ১৬ হাজার টাকার জাল নোটসহ কারবারি আটক

বরিশাল নগরীতে ক্রেতা সেজে দোকানদারকে জাল নোট দেওয়ার সময় ১৬ হাজার টাকার জাল নোটসহ এক কারবারিকে আটক করেছে স্থানীয়রা। আটক ব্যক্তি আশ্রাফুল (৪৫), যিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার শাহাজিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
শনিবার (২২ মার্চ) বিকালে নগরীর পুরান পাড়ার মতাশার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে, আশ্রাফুল ঢাকা থেকে ৩০ হাজার টাকার জাল নোট নিয়ে বরিশাল নগরীতে এসেছিলেন এবং বিভিন্ন দোকানে নোট দিয়ে পণ্য কেনার চেষ্টা করছিলেন। আটকের আগেই তিনি ১৪ হাজার টাকার জাল নোট দিয়ে কয়েকটি দোকান থেকে পণ্য কিনেছিলেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, আশ্রাফুল এক হাজার টাকার একটি জাল নোট দিয়ে মতাশার এলাকার একটি দোকানে পণ্য কিনতে যান। দোকানদারের সন্দেহ হলে তিনি নোটটি পরীক্ষা করে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা নিশ্চিত হয়ে আশ্রাফুলকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
এ ঘটনায় আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ওসি নাজমুল নিশাত। স্থানীয়রা জাল নোটের প্রচলন রোধে পুলিশ প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন