logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ফের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
  ২৩ মার্চ ২০২৫, ১১:০৩
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার সকাল ৭টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ অবরোধ করেন প্রায় ১,৩০০ শ্রমিক। গত ১১ মার্চও তারা ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন, তবে চার ঘণ্টা পর তারা সড়ক ত্যাগ করেন। ২০ মার্চ কিছু শ্রমিকের বেতন পরিশোধ করলেও, বাকি শ্রমিকদের বেতনের কোনো সমাধান হয়নি।

এদিন, শ্রমিকরা কারখানার সামনে একটি বন্ধের নোটিশ দেখতে পেয়ে সকাল ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। সকাল ৯টায় যৌথ বাহিনীর অনুরোধে তারা মহাসড়ক ত্যাগ করে কারখানার সামনের দিকে চলে যান, যেখানে বর্তমানে তারা অবস্থান করছেন। শ্রমিকদের দাবি, ঈদের আগে বেতন না পেলে তাদের জীবনে সংকটের সৃষ্টি হবে।

শ্রমিক স্বর্ণালী বেগম বলেন, "কিছুদিন পরই ঈদ, কিন্তু বেতন আটকে রেখে কারখানা বন্ধ ঘোষণা করা মানে আমাদের জীবন ধ্বংস করে দেওয়া। আমরা দিশেহারা, বাসা ভাড়া দেব কীভাবে, দোকানের বাকি শোধ করব?"
শ্রমিক শারমিন আক্তার বলেন, "১১ মার্চ বেতনের জন্য সড়ক অবরোধ করার পর ২০ মার্চ কিছু শ্রমিককে বেতন দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সমস্যার কোনো সমাধান হয়নি।"

গাজীপুর শিল্প পুলিশ-২ টঙ্গী জোনের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, "শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন, তবে এখন তারা কারখানার সামনে অবস্থান করছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।"

এই পরিস্থিতি শ্রমিকদের জন্য চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ঈদের সময় যেখানে তাদের বেতন-ভাতার উপর পুরো পরিবারের জীবনযাত্রা নির্ভরশীল।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ!
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ১৫টি কারখানায় ছুটি
গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় নারী শ্রমিক নিহত
গাজীপুরে শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
12