logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম

আওয়ামী লীগ দেশীয় শক্তি না, বিদেশী ‘প্রতিস্থাপিত শক্তি’!

অনলাইন ডেস্ক
  ২২ মার্চ ২০২৫, ১২:২২
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার রাজধানীর নোফেল সোসাইটি আয়োজিত আলোচনা ও ইফতার অনুষ্ঠানে আওয়ামী লীগের বিরুদ্ধে শক্তিশালী বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয় বরং এটি বিদেশ থেকে আসা একটি 'প্রতিস্থাপিত শক্তি', যার সুতা দিল্লিতে ধরা হয় এবং ঘুড়ি বাংলাদেশে উড়ে।

মাহফুজ আলম বলেন, "আমরা নিশ্চিত করতে চাই যে এই ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না।" তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগ যখনই সুযোগ পাবে, তখনই তা দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে চলে যাবে।

উল্লেখযোগ্যভাবে, মাহফুজ আলম আওয়ামী ফ্যাসিবাদ বিরুদ্ধে অর্জিত জয়কে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক লড়াইয়ের ফল হিসেবে দেখছেন। তিনি আরও বলেন, "যদি আমরা ঐক্য বজায় না রাখি এবং রাজনৈতিক লড়াই চালিয়ে না যাই, তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে।"

নির্বাচন প্রসঙ্গে, মাহফুজ আলম জানিয়ে দেন যে, নির্বাচন ডিসেম্বরে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং দেশের জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, যদি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীলভাবে কাজ করে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো যথাযথভাবে সহযোগিতা করে, তবে সঠিক সময়ে নির্বাচন হবে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবি
সিলেটে ঠিকাদারের কাছ থেকে ৮৭ কোটি টাকার কাজ নিতে আওয়ামী লীগ নেতা আজাদ হোসাইনের বিরুদ্ধে মারধরের অভিযোগ
গণঅভ্যুত্থান নিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি রাশেদ খানের
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা সাহরিয়ার খান বিপ্লব গ্রেফতার
12