logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বগুড়ায় গুলিতে হত্যাচেষ্টায় শেখ হাসিনা-কাদেরসহ ৪৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
  ২২ মার্চ ২০২৫, ১১:৩১
ছবি: সংগৃহীত

বগুড়া শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে গুলিতে হত্যাচেষ্টার ঘটনায় ৪৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৮১ জনের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টি ও জাসদসহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতার নাম রয়েছে।

মামলার বাদী, বগুড়ার গাবতলী উপজেলার দোয়ারপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে ও জেলা ছাত্রদল কর্মী জাকিরুল ইসলাম সম্প্রতি সদর থানায় এই মামলা করেন। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, জাতীয় পার্টির নেতা সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ এবং আরও অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব।

বগুড়া সদর থানার পুলিশ কর্মকর্তা (তদন্ত) একেএম মঈন উদ্দিন জানিয়েছেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, সাবেক বিএনপি নেত্রীসহ ১৮১ জনের নাম উল্লেখ করে এবং ২৫০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলবে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনিদের দুর্দশাকে ‘যীশু খ্রিস্টের কষ্ট’র সঙ্গে তুলনা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
পাকিস্তানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে
বাফুফে থেকে পদত্যাগ করেছেন সংস্থাটির প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজ হাসান সিদ্দিকী
তরুণ সাংবাদিক মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করেছে সরকার
12