logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এনসিপির শাহবাগে বিক্ষোভ

গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবি

অনলাইন ডেস্ক
  ২২ মার্চ ২০২৫, ১০:৪৩
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে শনিবার বিকাল ৩টায় শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করতে যাচ্ছে।

শুক্রবার (২১ মার্চ) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি সম্পর্কে জানানো হয়েছে।

এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ফ্যাসিবাদের অংশীদারদের বিচার দাবি করা হবে। এসময় দলটির নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানানো হবে।”

এনসিপির ঢাকা মহানগর শাখা শাহবাগ জাদুঘরের সামনে এই সমাবেশে উপস্থিত থাকার জন্য দলের সব নেতাকর্মীকে আহ্বান জানিয়েছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
এনসিপির ১৬১ সদস্যের শ্রমিক উইং গঠন
শাহবাগের ভূমিকা নিয়ে হাসনাত আব্দুল্লাহর মন্তব্য
12