logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন পাস

বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ সাজা সাত বছর

অনলাইন ডেস্ক
  ২০ মার্চ ২০২৫, ১৫:৫৫
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ সাজা সাত বছর নির্ধারণ করে নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন পাস করা হয়েছে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন।

প্রেসসভার সম্মেলনে শফিকুল আলম বলেন, "বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ সাজা সাত বছর করা হয়েছে, যা নারী ও শিশু নির্যাতন আইনের অন্তর্ভুক্ত থাকবে। তবে এই শাস্তি আইনের পৃথক ধারায় রাখা হয়েছে, যাতে এটি নির্দিষ্টভাবে উল্লেখ করা যায়।"

এছাড়া, উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এক্ষেত্রে সরকারি কাজের দরপত্রে দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। শফিকুল আলম জানান, এখন থেকে সব সরকারি কাজ শতভাগ টেন্ডারের মাধ্যমে সম্পন্ন হবে, যেখানে আগে ৬০ শতাংশ কাজ টেন্ডারের মাধ্যমে হতো।

এ সিদ্ধান্তটি সরকারের কার্যক্রমে আরও স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা এবং দুর্নীতি মোকাবেলার জন্য এসব আইনগত পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
এ সরকারের আমলেই বিচার বিভাগের সব সংস্কারের চেষ্টা করা হবে
ওয়াকফ আইনের বিরোধিতা করে কলকাতার রাজপথ অবরোধ
ডিএমপি করেছে ১,৪৪৫টি মামলা
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
12