logo
  • রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং শুরু, এখন থেকে বাংলাদেশি নাগরিকরা ঢাকাতেই পাবেন ভিসা

অনলাইন ডেস্ক
  ২০ মার্চ ২০২৫, ১৫:৩০
ছবি: সংগৃহীত

এখন থেকে বাংলাদেশি নাগরিকরা ঢাকাতেই অস্ট্রেলিয়ার ভিসা পাবেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক তাকে ফোন করে এই সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেছেন। টেলিফোন আলাপে বার্ক বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকে প্রসেস করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এই সিদ্ধান্ত খুব শিগগিরই কার্যকর হবে। এর ফলে বাংলাদেশের নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া এখন থেকে অনেক সহজ এবং দ্রুত হবে। এর আগে, অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া নয়াদিল্লি থেকে পরিচালনা করত, যা অনেক সময় এবং ঝামেলার সৃষ্টি করতো।

এছাড়া, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের বাংলাদেশ সফরের সময় এই অনুরোধ করেছিলেন। সেই সময় তিনি উল্লেখ করেছিলেন যে, ঢাকায় ভিসা প্রসেসিং শুরু হলে বাংলাদেশের নাগরিকদের জন্য ব্যাপক সুবিধা হবে এবং প্রক্রিয়াটি আরও সহজ হবে।

এ সিদ্ধান্তটি বাংলাদেশের নাগরিকদের জন্য একটি বড় পদক্ষেপ এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি উন্নয়ন হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ভিসা বাতিলের নির্দেশ ট্রাম্পের
সৌদি আরবে কর্ম ভিসার নিয়ম কঠোর: ভারতীয়দের জন্য নতুন চ্যালেঞ্জ
পাকিস্তানিদের ভিসা পেতে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো প্রসঙ্গে দ্য ওয়ালকে যা বললেন প্রেস সচিব
12