ধানমন্ডি ৩২ নম্বরে ন্যান্সির বিতর্কিত ছবি পোস্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর, গত ফেব্রুয়ারিতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ছাত্র-জনতা ব্যাপক ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়, যার ফলে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এক মাস পর, জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি সেখানে গিয়ে ছবি তুলেছেন এবং সেগুলি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।”
একটি পোস্টে তিনি আরও লেখেন, “আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনীর দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।”
নতুন সরকারে স্বস্তি প্রকাশ করে ন্যান্সি এক সাক্ষাৎকারে বলেন, “এবারের ঈদ আমার জন্য অন্যরকম আনন্দ নিয়ে এসেছে। শেখ হাসিনামুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি, মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি। তাই এবারের ঈদ আমার জন্য বেশি আনন্দের।”
এনিয়ে উল্লেখযোগ্য যে, ন্যান্সি বিএনপির সমর্থক হওয়ায় দীর্ঘ ১৬ বছর তিনি রাজনৈতিক কারণে কোণঠাসা ছিলেন এবং কোনো অনুষ্ঠানে গাইতে দেখা যায়নি।
মন্তব্য করুন