logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঢাকার দুই সিটি ওয়ার্ডে প্রশাসক নিয়োগে তৎপরতা বিএনপির ‘না’

অনলাইন ডেস্ক
  ২০ মার্চ ২০২৫, ১২:২৪
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশনের ১২৯ ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি প্রশাসক নিয়োগের জন্য সম্ভাব্য তালিকা প্রস্তুত করছে, তবে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল এর বিরোধিতা করছে। তাদের ভাষ্য, এটি শুধু এনসিপিকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে করা হচ্ছে, যা তারা মানবে না।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ সংশোধন করে অন্তর্বর্তী সরকার একটি কমিটি গঠনের বিধান যুক্ত করেছে, যার মাধ্যমে প্রশাসকরা কাউন্সিলরের দায়িত্ব পালন করতে পারবেন। বিএনপি এবং অন্যান্য দল অভিযোগ করছে যে, এনসিপি এই পদক্ষেপের মাধ্যমে স্থানীয় সরকারের ওয়ার্ডে তাদের ভিত্তি তৈরি করতে চাইছে এবং সরকারকে বিতর্কিত করতে চাইছে।

এনসিপি নেতারা এ ধরনের অভিযোগ নাকচ করে বলেছেন, এটি একটি ছায়া সরকারের তালিকা, যা দলগুলোর স্থানীয় নির্বাচনের প্রস্তুতির জন্য প্রস্তুত করা হয়েছে। যদিও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত এখনও হয়নি।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
এনসিপির ১৬১ সদস্যের শ্রমিক উইং গঠন
১৬ বছরে ভোটার ও ২৩ বছরে প্রার্থী হওয়ার প্রস্তাব রাখবে এনসিপি
বিএনপির উপদেষ্টা ফারুকের এনসিপি নেতাকে নির্বাচন নিয়ে বার্তা, ষড়যন্ত্রের অভিযোগ
12