logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সিলেটে ঠিকাদারের কাছ থেকে ৮৭ কোটি টাকার কাজ নিতে আওয়ামী লীগ নেতা আজাদ হোসাইনের বিরুদ্ধে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক
  ২০ মার্চ ২০২৫, ১২:১১
ছবি: সংগৃহীত

সিলেটে ঠিকাদারের কাছ থেকে ৮৭ কোটি টাকার একটি কাজ বাগিয়ে নিতে আওয়ামী লীগ নেতা আজাদ হোসাইনের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ক্রিস্টাল হোটেলে এই ঘটনা ঘটে, যেখানে ঠিকাদার শফিকুল ইসলামকে ডেকে নিয়ে আজাদ হোসাইন এবং তার সহযোগীরা তাকে মারধর করেন।

অভিযোগ রয়েছে যে, শফিকুল ইসলাম এবং আজাদ হোসাইনের মধ্যে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়ক উন্নয়ন কাজের অংশীদারিত্বের চুক্তি হয়েছিল, তবে কাজ চলাকালে আজাদ এককভাবে কাজটি নেওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করেন। শফিক রাজি না হলে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আজাদ স্থান ত্যাগ করতে সহায়তা পান স্থানীয় বিএনপির নেতাদের কাছ থেকে। বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সহ কিছু স্থানীয় নেতার অভিযোগ রয়েছে, তারা মোটা অঙ্কের টাকা নিয়ে আজাদকে পালাতে সহায়তা করেন।

এ বিষয়ে ঠিকাদার শফিকুল ইসলাম আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশীয় শক্তি না, বিদেশী ‘প্রতিস্থাপিত শক্তি’!
গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবি
গণঅভ্যুত্থান নিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি রাশেদ খানের
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা সাহরিয়ার খান বিপ্লব গ্রেফতার
12