logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দেশে আসছে বৃষ্টিবলয়, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক
  ২০ মার্চ ২০২৫, ১১:৫৭
ছবি: সংগৃহীত

দেশের দিকে ধেয়ে আসছে একটি বৃষ্টিবলয়, যা কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির সৃষ্টি করতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের পূর্বাভাসে জানিয়েছে, আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের পর থেকে ২৪ মার্চ সকাল পর্যন্ত এটি দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে।

বিডব্লিউওটি জানায়, এটি একটি বিচ্ছিন্ন বৃষ্টিবলয় হবে, যার ফলে হঠাৎ মেঘ জমে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এরপর ৫ থেকে ১০ মিনিট বজ্রপাতসহ বৃষ্টি হবে, এবং পরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। এসময় দেশের ৪০-৫০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে এবং কিছু স্থানে ভারী বৃষ্টিও হতে পারে।

সিলেট বিভাগের কিছু অংশে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সিলেট ও খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে চট্টগ্রাম ও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টিবলয়টি পশ্চিমবঙ্গ তথা কলকাতা অঞ্চলে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12