logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ, রাষ্ট্রপতির নির্বাহী আদেশ

অনলাইন ডেস্ক
  ২০ মার্চ ২০২৫, ১১:২০
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের ৯৬ অনুচ্ছেদ এর ছয় দফার আওতায় তাকে অপসারণ করেছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ বুধবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে, তবে বিষয়টি জানা যায় বৃহস্পতিবার। প্রজ্ঞাপন অনুযায়ী, ১৮ মার্চ তারিখে বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে।

১৯৬৭ সালে জন্ম নেওয়া খিজির হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সম্পন্ন করে ১৯৯৭ সালে ঢাকা জেলা জজ কোর্টে যোগ দেন এবং ২০০১ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০১৮ সালে তাকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়, এবং পরে তিনি স্থায়ী বিচারপতি হন।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12