logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রাজধানীতে ছাত্রীকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
  ১৯ মার্চ ২০২৫, ১৪:৪৫
সংগ্রহীত

রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষক জাহিদুল ইসলাম (৩০) কে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হেপী এই রায় ঘোষণা করেন।

জাহিদুল ইসলাম বরগুনা জেলা সদরের পরীখাল গ্রামের মো. ফজলুল হকের ছেলে। রায়ে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৩ মার্চ শিশুটির বাসায় পড়াতে এসে গৃহশিক্ষক জাহিদুল শিশুটিকে ধর্ষণ করেন। মামলাটি দায়েরের পর তদন্তকারী পুলিশ পরিদর্শক চার্জশিট দাখিল করেন, এবং গত বছর আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12