logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সাবেক আইজিপি মামুন ও সাবেক ওসি আবুল হাসান রিমান্ডে

অনলাইন ডেস্ক
  ১৯ মার্চ ২০২৫, ১৩:৪৭
সংগ্রহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে রিমান্ডে নেয়া হয়েছে। বুধবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন, যাত্রাবাড়ী থানার সায়েম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া, যাত্রাবাড়ী থানার রাসেল বাকাউল হত্যা মামলায় সাবেক ওসি আবুল হাসানের দুই দিনের রিমান্ডও মঞ্জুর হয়েছে।

২০২৩ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে মো. সায়েম হোসেন নিহত হন। এ ঘটনায় তার মা শিউলি আক্তার হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে, রাসেল বাকাউল (২২) নিহত হন গত বছরের ৫ আগস্ট পুলিশের হামলায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12