logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিশু আছিয়ার বাবার চিকিৎসার ব্যবস্থা করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
  ১৯ মার্চ ২০২৫, ০৯:৫৪
সংগ্রহীত

মাগুরার শিশু আছিয়া মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়া তার বাবার চিকিৎসার ব্যবস্থা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন জানান, গত ১৮ মার্চ মাগুরায় ইফতার মাহফিলের আয়োজনকালে তারেক রহমান বলেন, “আছিয়ার বাবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হবে।” ওই দিন রাতেই তাকে ঢাকা নিয়ে আসা হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। আছিয়ার মৃত্যুতে তার বাবা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন, যার জন্য চিকিৎসা চলছে।

এটি উল্লেখযোগ্য যে, ৫ মার্চ আছিয়া তার বোনের শ্বশুরবাড়িতে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার হন। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ১৩ মার্চ তার মৃত্যু হয়। এই ঘটনা থেকে শুরু করে তারেক রহমান আছিয়ার পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12