শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ, মোট টাকার পরিমাণ ১ হাজার ৪৯ কোটি টাকা

ছবি: সংগৃহীত
ঢাকার আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৩১টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন। এসব ব্যাংক হিসাবে মোট ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা জমা রয়েছে, ফলে শেখ হাসিনা পরিবারের মোট অবরুদ্ধ টাকার পরিমাণ ১ হাজার ৪৯ কোটি ৬৫ লাখ টাকার বেশি।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে ১১ মার্চ ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিল আদালত, যার মধ্যে ৬৫৫ কোটি টাকা ছিল।
এছাড়াও, একই দিনে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি, বাড়ি ও ফ্ল্যাট জব্দের আদেশও দেওয়া হয়।
জাগতিক /এস আই
মন্তব্য করুন