অর্থ উপদেষ্টা
তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না

ছবি: সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য বাংলাদেশের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।
তিনি বলেন, গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক হান্না যে মন্তব্য করেছেন বাংলাদেশ খাদের কিনারায় আছে, তা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় ছিল, তবে এখন আমরা রিটার্ন করে এসে যথেষ্ট উন্নতির পথে এগিয়ে যাচ্ছি।
এছাড়া এলডিসি গ্রাজুয়েশন নিয়ে তিনি বলেন, ২০২৬ সালে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে এবং এটি ইতিমধ্যেই কার্যকর হচ্ছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন