শেখ পরিবারের নামে বিশ্ববিদ্যালয়ের হলের নাম পরিবর্তন, কমিটি গঠন

ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত জুলাইয়ের অভ্যুত্থানের সময় আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশি হামলায় জড়িত থাকার অভিযোগে ৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। শিক্ষার্থীদের ওপর হামলা ও উস্কানি দেওয়ার অভিযোগে সাবেক উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের পেনশন সুবিধা স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে আরও ১০ জন শিক্ষক হামলায় জড়িত থাকার অভিযোগে তদন্তাধীন রয়েছেন।
এছাড়া, শেখ পরিবারের সদস্যদের নামে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন