logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ১০ জন আহত

অনলাইন ডেস্ক
  ১৮ মার্চ ২০২৫, ১০:৫৪
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনা ঘটে সোমবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বোড়াশী ইউনিয়নের বর্তমান মেম্বার মিটু মোল্লা এবং সাবেক মেম্বার আলিম মোল্লার মধ্যে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর আগেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সোমবার রাতে মিটু মোল্লার নেতৃত্বে তার সমর্থকরা আলিম মোল্লাসহ তার সমর্থকদের ওপর হামলা চালায়। এরপর উভয়পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান যে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে গোপালগঞ্জের ৩ যুবক নিহত
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার হত্যা আ. লীগ নেতা কারাগারে
বিএনপি এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে
বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ২৫
12