logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় নারী শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক
  ১৮ মার্চ ২০২৫, ১০:২৮
ছবি: সংগৃহীত

গাজীপুরের বাঘের বাজার এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছেন এক নারী শ্রমিক। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশ এবং শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়, যার ফলে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।

নিহত সাবিনা ইয়াসমিন (২৯) ময়মনসিংহ জেলার ফুলপুর থানার খালসাইদকোনা গ্রামের আলী হোসেনের মেয়ে এবং মো: রাব্বানির স্ত্রী। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন। সোমবার সন্ধ্যায় ইফতারির পর কাজে যোগ দিতে গিয়ে বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, নিহতের সংবাদ ছড়িয়ে পড়লে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। উত্তেজিত শ্রমিকরা কারখানা ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, এবং ইটপাটকেল ছুঁড়ে তাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ হয়। অবশেষে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং প্রায় আড়াই ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ!
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ফের সড়ক অবরোধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ১৫টি কারখানায় ছুটি
গাজীপুরে শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
12