logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আদালতে কাঁদলেন শাজাহান খান, ছেলের সঙ্গে ৫ মাসের দেখা নেই বলে অভিযোগ

অনলাইন ডেস্ক
  ১৭ মার্চ ২০২৫, ১৫:৪৭
ছবি: সংগৃহীত

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে রফিকুল ইসলাম হত্যা মামলার শুনানির সময় সাবেক মন্ত্রী শাজাহান খান আবেগতাড়িত হয়ে কাঁদেন। তিনি বলেন, "আমার ছেলের সঙ্গে পাঁচ মাস আমার দেখা নেই। আমার প্রশ্ন, আমার ছেলে কি করেছে?"

মঙ্গলবার শাজাহান খানকে আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক শফিউল আলম তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে আদালত শাজাহান খানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানির সময় শাজাহান খান আরও বলেন, "আমি জড়িত না, কেন আমার বিরুদ্ধে এই মামলা হলো?" তিনি অভিযোগ করেন, তার বড় ছেলে হাসিবুর রহমান খানকেও ষড়যন্ত্রমূলকভাবে মামলায় আসামি করা হয়েছে।

এ সময় শাজাহান খান আদালতে কাঁদতে কাঁদতে বলেন, "আমি ঢাকায় থাকাকালে ছেলে মাদারীপুরে ছিল, সে এখন জেলে। আমার প্রশ্ন, আমার ছেলে কি করেছে?" কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি টিস্যু দিয়ে চোখ মুছতে থাকেন। পরে আদালত থেকে বের হওয়ার সময় তিনি হাসতে হাসতে হাজতখানায় চলে যান।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
‘শ্রমিক নেতা থেকে সন্ত্রাসীদের নেতা হয়েছিলেন শাজাহান খান’
12