logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভারতীয় মিডিয়ার মিথ্যা তথ্যের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের

অনলাইন ডেস্ক
  ১৭ মার্চ ২০২৫, ১৪:৩৭
ছবি: সংগৃহীত


পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য তুলে ধরে এবং দেশের বদনাম ছড়াচ্ছে। এ বিষয়ে তিনি দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।

সোমবার রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে এক কর্মশালা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব‍্যে তিনি এ কথা বলেন।

এসময় পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর পক্ষে বাংলাদেশ নয়। ২০২৬ সালের মধ্যেই এলডিসি গ্র্যাজুয়েশন হবে এবং এতে কোনো ধরনের পেছানোর সুযোগ নেই। এছাড়া দেশে অর্থ সংকট এবং রাজস্ব আয় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ট্যাক্স-জিডিপি রেশিওর উন্নতি করতে হবে।

তিনি দেশের তুলা খাতের উন্নয়নে জোর দিয়ে বলেন, সরকার দুই মাসের মধ্যে তুলা খাতের উন্নয়নের জন্য ভালো কিছু সিদ্ধান্ত নেবে। তুলাকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং কৃষকদের জন্য স্বল্প সুদে ঋণ প্রদান ব্যবস্থা করা হবে।

এ কর্মশালায় ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা, ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বিনিয়োগে আস্থা ফেরাতে দ্রুতই নির্বাচনী রোডম্যাপ:পররাষ্ট্র উপদেষ্টা
রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন: পররাষ্ট্র উপদেষ্টা
চীনকে সঙ্গে নিয়ে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া স্থায়ী শান্তি আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা
12