গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা সাহরিয়ার খান বিপ্লব গ্রেফতার

সংগ্রহীত
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহরিয়ার খান বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে সাদুল্লাপুর উপজেলা শহরের কাঁচা বাজারের আড়তের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বিপ্লবের বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। গাইবান্ধা সদর থানায় গত বছরের ২৬ আগস্ট এই ঘটনার বিষয়ে মামলা দায়ের করা হয়েছিল। গ্রেফতারের পর তাকে গাইবান্ধা সদর থানায় নিয়ে আসা হয়েছে।
মন্তব্য করুন