মাইকে ঘোষণা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন 'ই'য়াবা মনির

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক মাদক কারবারি, মো. মনির হোসেন, মাইকে ঘোষণা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দিয়েছেন। শনিবার বিকালে কল্পবাস গ্রামের আয়োজিত মাদকবিরোধী সমাবেশে ৫০ বছর বয়সী মনির, যিনি দীর্ঘ ৩০ বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, তার ভুল বুঝতে পেরে নতুন জীবন শুরু করার অঙ্গীকার করেন।
তিনি জনসমক্ষে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার ঘোষণা দেন এবং বিগত দিনের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন। মনির হোসেন তার ঘোষণা দিয়ে সামাজিকভাবে স্বাভাবিক জীবনযাপনের প্রত্যয় ব্যক্ত করেন। তার এই ঘোষণাকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশংসা করেছেন।
জাগতিক /এস আই
মন্তব্য করুন