বিএনপির উপদেষ্টা ফারুকের এনসিপি নেতাকে নির্বাচন নিয়ে বার্তা, ষড়যন্ত্রের অভিযোগ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের উদ্দেশে বলেছেন, "আপনি গণপরিষদ, উপজেলা এসব বাদ দেন। নিজের জনপ্রিয়তা যাচাই করতে গ্রামে-গঞ্জে যান এবং নির্বাচনের তারিখ ঘোষণার পর প্রার্থী দিন।" তিনি আরও বলেন, "ভোটকেন্দ্রের সংস্কার করতে হবে, যাতে ফ্যাসিস্ট হাসিনার মতো রাতে ভোট না হয়।"
শনিবার (১৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে 'স্থিতিশীল রাষ্ট্র বিনির্মাণে জাতীয় নির্বাচন' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ফারুক বলেন, "গণপরিষদ, উপজেলা, ইউনিয়ন পরিষদ এসব কথা আসছে কেন? জনগণ আমাদের বলছে, আরেকটি ষড়যন্ত্র শুরু হয়েছে, যা দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করতে পারে।"
ফারুক আরও বলেন, "আমাদের নেতা তারেক রহমানের আশা, দেশের ৮০ ভাগ মানুষ চায় নিজের ভোট নিজে দেবে। আমরা ১৬ বছরের সংগ্রাম করে হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে একটি সুষ্ঠু নির্বাচন চাই।"
এছাড়া, বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ বলেন, "সংস্কার-সংস্কার বলে নির্বাচন বন্ধ করা যাবে না, সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন দিতে হবে।"
আলোচনা সভায় হিন্দু মহাজোটের সহ-সভাপতি তরুন কুমার ঘোষ, অ্যাডভোকেট আবু সুফিয়ানসহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন