logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নোয়াখালীর চৌমুহনী বাজারে অগ্নিকাণ্ড, ৬টি দোকান পুড়ে গেছে

অনলাইন ডেস্ক
  ১৫ মার্চ ২০২৫, ১৪:০৬
ছবি: সংগৃহীত

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে অন্তত ৬টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার ভোরে চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর বাজারের স্থানীয় ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ছাপাখানা ও প্লাস্টিকের খেলনা দোকানসহ অন্তত ৬টি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা চার্জ দেওয়ার দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবে উত্তেজনা, যুবলীগের শোডাউনে গ্রেপ্তার ২
নোয়াখালী সদর উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু
12