logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
  ১৫ মার্চ ২০২৫, ১২:৪৯
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ইয়াস শরীফ খান (১৬) নামে এক শিক্ষার্থীকে গুলি করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে, এবং অজ্ঞাত আরও ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন আহত শিক্ষার্থীর বাবা ব্যবসায়ী মো. এজাজ খান। মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ আরও কয়েকজন উল্লেখযোগ্য রাজনৈতিক নেতা নাম রয়েছে।

বাদী অভিযোগ করেন, গত বছরের ১৮ জুলাই বিকেল ৪টা ২০ মিনিটে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড়ে আসামিরা অস্ত্রসজ্জিত হয়ে গুলি করে তার ছেলেকে গুরুতর জখম করে। বর্তমানে ইয়াস শরীফ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানিয়েছেন, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে এই মামলাটি দায়ের করা হয়েছে, এবং তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12