logo
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ভারতে দোল পূর্ণিমায় বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ, পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক
  ১৫ মার্চ ২০২৫, ১১:১৪
ছবি: সংগৃহীত

ভারতে দোল পূর্ণিমা বা হোলি উৎসবের সরকারি ছুটির কারণে শনিবার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে, জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে, দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটির কারণে শনিবার বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে রবিবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কাজ শুরু হবে।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, দোল উৎসব উপলক্ষে সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক এবং ট্রাক চালকরা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন, যার ফলে শনিবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, ভারতে দোল পূর্ণিমায় সরকারি ছুটির কারণে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে, তবে ভারতীয় খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঞা জানান, পাসপোর্টযাত্রীদের চলাচল এ সময়ও স্বাভাবিক থাকবে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বেনাপোল দিয়ে ১৮ হাজার ৮০০ মেট্রিক টন চাল আমদানি
বেনাপোল দিয়ে দুদিন ধরে ফল আমদানি বন্ধ
২ বছর পর বেনাপোল বন্দর দিয়ে এলো চাল
12