logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকারি কাজে বাধা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আটক, মুচলেকায় মুক্তি

অনলাইন ডেস্ক
  ১৩ মার্চ ২০২৫, ১১:২৯
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের এক অভিযানে বাধা দেওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তরিকুল ইসলাম পিয়াস আটক হয়েছেন। তিনি মুচলেকা দিয়ে ছেড়ে গেছেন। বুধবার (১২ মার্চ) বিকেলে পাগলা আলীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

এদিন, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন পরিবেশ দূষণ রোধে অভিযান পরিচালনা করেন। অভিযানে ইট-বালু-সিমেন্ট ব্যবসা বন্ধ করতে পাগলা ও আলীগঞ্জ এলাকায় বেশ কিছু দোকানে জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের পক্ষ নিয়ে উপস্থিত হন তরিকুল ইসলাম পিয়াস, যিনি পরবর্তীতে সরকারি কাজে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ ওঠে।

পিয়াসের দাবি, তিনি শুধুমাত্র পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পরিচয় জানতে চেয়েছিলেন, কারণ তিনি ভুয়া পরিচয়ে অপরাধের ঘটনা শুনে সজাগ ছিলেন। তবে তার সঙ্গে খারাপ আচরণ করা হয় বলে তিনি অভিযোগ করেন। পরে এলাকাবাসী জড়ো হলে পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং পিয়াসকে থানায় নিয়ে যায়। এরপর মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান বলেন, তারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং পুরো ঘটনা জানার চেষ্টা করছেন।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির ঘটনার ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১১
নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা
নারায়ণগঞ্জে পলি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত : স্বরাষ্ট্র উপদেষ্টা
12