logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ফেনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ২ লাখ ২০ হাজার শিশু

অনলাইন ডেস্ক
  ১২ মার্চ ২০২৫, ১৫:২০
ছবি: সংগৃহীত

ফেনীতে ২ লাখ ২০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। বুধবার (১২ মার্চ) দুপুরে জাতীয় ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন ব্যবস্থাপনা নিয়ে মাঠকর্মী এবং স্বেচ্ছাসেবীদের প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।

তিনি আরও জানান, আগামী ১৫ মার্চ ফেনী জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। সেদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের মতো ফেনী জেলা জুড়ে স্থায়ী, অস্থায়ী এবং ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্র মিলিয়ে মোট ১১৩৭টি কেন্দ্রে শিশুদের এসব ক্যাপসুল খাওয়ানো হবে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ফেনী সদর হাসপাতালে রোগীর চাপ, মেঝেতেও জায়গা হচ্ছে না
ফেনীতে গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল
ফেনীতে তরমুজের চাষ এবং উৎপাদন বেড়ে চলেছে
ফেনী জেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
12