সোলায়মান সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর

সংগ্রহীত
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক লালবাগ থানার হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৬ আগস্ট লালবাগ এলাকায় ছাত্র-জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলি চালালে মাদরাসাছাত্র শাহেনুর রহমান (১৯) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহতের ভাই মো. মাজেদুল ইসলাম ২৯ সেপ্টেম্বর লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ১৪ নভেম্বর গুলশান এলাকা থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।
মন্তব্য করুন