গাজীপুরে শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত
গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) নিহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন তার সহকর্মীরা। বুধবার সকাল ৮টার দিকে শ্রমিকরা আন্দোলন শুরু করেন এবং পরে মহাসড়ক অবরোধ করেন।
শ্রমিকরা জানান, নিহত তামান্না তার অসুস্থ শিশুর চিকিৎসার জন্য ছুটি চেয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষ ছুটি না দিয়ে তাকে পরিচয়পত্র রেখে বিদায় দেয়। এর পর, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তারা দাবি করছেন, ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং নিহত শ্রমিকের পরিবারের ক্ষতিপূরণ দিতে হবে।
এসময় শিল্পপুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, তারা আন্দোলনরত শ্রমিকদের শান্ত করতে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করছেন।
মন্তব্য করুন