নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান

রাজধানীর শাহবাগে নারী প্রতি সহিংসতার প্রতিবাদে অবস্থান নিয়েছেন ৩০টি কলেজের শিক্ষার্থীরা। তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান, যেমন- ‘তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’ এবং ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’।
আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে ছোট ছোট মিছিল নিয়ে অবস্থান নেন তারা। অধিকাংশ অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী উচ্চ মাধ্যমিকের। প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তারা নারী নিপীড়নের বিরুদ্ধে শাহবাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিলেন। তবে রমজানে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন এবং শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে ফাঁকা রাস্তায় সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন।
এছাড়া, কর্মসূচিতে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজসহ ৩০টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।
শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে শাহবাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন