logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার বৈঠকে বাংলাদেশি যুবক আল আমিন হত্যার প্রতিবাদ

অনলাইন ডেস্ক
  ১১ মার্চ ২০২৫, ১২:০৯
ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের হত্যার প্রতিবাদে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডাররা বৈঠক করেছেন।

সোমবার (১০ মার্চ) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে অনুষ্ঠিত বৈঠকে বিজিবি প্রতিনিধিরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানান। বিজিবি পক্ষের নেতৃত্ব দেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানি, এবং বিএসএফের পক্ষ থেকে নেতৃত্ব দেন শিলিগুড়ি সেক্টর কমান্ডার শ্রী পি কে শিং।

কর্নেল গোলাম রব্বানি জানান, সীমান্তে গুলি চালানোর ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী এটি স্পষ্টভাবে লঙ্ঘন। তিনি আরও বলেন, নিহত আল আমিনের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও গুলি চালানো হয়েছে, যা অত্যন্ত অমানবিক।

এদিকে, বিএসএফের দাবি, ৮ মার্চ রাতে সীমান্তে চোরাচালানকারীদের আক্রমণ থেকে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছিল।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
মিয়ানমার সীমান্তে ১১ বিজিবির অভিযানে ২০টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে
ভারতীয় নাগরিকদের হামলার শিকার বাংলাদেশি যুবক, বিজিবি’র প্রতিবাদ
বিজিবির প্রচেষ্টায় আরাকান আর্মি থেকে মুক্ত হলেন ৬ জেলে
স্বাধীনতা দিবসে 'সীমান্ত গৌরবে' বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন
12