কোটা বাতিল চেয়ে শাবি শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। আজ সোমবার (১০ মার্চ) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এই হুঁশিয়ারি দেন। শিক্ষার্থীরা বলেন, যদি এ সময়ের মধ্যে পোষ্য কোটা ও অন্যান্য অযৌক্তিক কোটা বাতিল না করা হয়, তবে তারা রেজিস্ট্রার ভবনে তালা লাগিয়ে দেবেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার, গণিত বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রিয়াজ হোসেন ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম মামুন। তারা জানান, ২৪ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পরেও বিশ্ববিদ্যালয়ে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বহাল রাখা তাদের জন্য লজ্জাজনক ও অগ্রহণযোগ্য।
এর আগে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন, যেখানে তারা শুধুমাত্র মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তান, হরিজন, দলিত, চা-শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কোটা ব্যবস্থা যুক্তিসঙ্গত বলে উল্লেখ করেন।
এছাড়া, শাবিপ্রবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, কোটা আসনের সংখ্যা মোট ১০৫টি। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ২৮, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/জাতিসত্ত্বা/হরিজন-দলিত কোটা ২৮, প্রতিবন্ধী কোটা ১৪, পৌষ্য কোটা ২০, চা শ্রমিক কোটা ৫ এবং বিকেএসপি (খেলোয়াড়) কোটা ১০টি রয়েছে।
মন্তব্য করুন