logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দুদকের অভিযানে বিএসইসিতে নানা অনিয়মের তথ্য উদ্ঘাটিত

অনলাইন ডেস্ক
  ১০ মার্চ ২০২৫, ১৫:২৮
সংগ্রহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নানা অনিয়মের অভিযোগে অভিযান চালাচ্ছে। সোমবার সকাল সাড়ে ১১টা থেকে আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এই অভিযান শুরু হয়। অভিযানে দুদকের একটি চার সদস্যের দল নেতৃত্ব দিচ্ছেন দুই সহকারী পরিচালক।

টিমটি প্রথমে বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে সার্ভিলেন্স ও মনিটরিং বিভাগসহ অন্যান্য বিভাগে অভিযান পরিচালনা শুরু করেন। গত ২ মার্চ (রবিবার) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটও একটি অভিযান পরিচালনা করেছিল।

অভিযানের সময়, দুদকের এনফোর্সমেন্ট টিম বিএসইসির আইপিও অনুমোদন সম্পর্কিত কোম্পানির আবেদন, দাখিলকৃত প্রসপেক্টাস, নিরীক্ষা প্রতিবেদনসহ প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অনেক কোম্পানি বানোয়াট উপার্জন ও সম্পদ বিবরণী এবং উইন্ডো ড্রেসিংয়ের মাধ্যমে তৈরি করা ব্যালেন্স শিটের ভিত্তিতে আইপিও অনুমোদন পেয়ে ছিল। এতে অনেক ক্ষেত্রে ডিএসইর সুপারিশ এবং পর্যবেক্ষণ উপেক্ষা করা হয়েছে, যার ফলে একাধিক অনিয়মের পরিস্থিতি তৈরি হয়েছে।

এছাড়া, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার বাজারে অতিরিক্ত মূল্যে শেয়ার বিক্রি, শেয়ার মূল্যের দ্রুত অবনমন এবং বিক্রির পর বিএসইসি যথাযথ ব্যবস্থা নেয়নি বলেও জানানো হয়েছে। দুর্বল কোম্পানিরা অবৈধভাবে অনুমোদন পাওয়ার পর শেয়ার বাজারে প্রবেশ করেই জেড ক্যাটাগরিতে চলে গেছে।

দুদক আরও জানায়, চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের তৈরি উইন্ডো ব্যালেন্স শিট এবং ভুল উপার্জন রিপোর্টের ভিত্তিতে আইপিও অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানি প্রোফাইলের ভুল মূল্যায়ন এবং ইস্যু ম্যানেজারের অবহেলার কারণে বিএসইসি অনিয়মের আশ্রয় নিয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

দুদকের টিম পর্যালোচনার পর কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12