বনানীতে গাড়ির ধাক্কায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু, বিক্ষোভের পর অবরোধ তুলে নিলেন শ্রমিকরা

ছবি: সংগৃহীত
রাজধানীর বনানীতে গাড়ির ধাক্কায় মিনারা আক্তার নামে এক পোশাক শ্রমিক নিহত হন এবং আহত হন সুমাইয়া আক্তার নামে অন্য এক শ্রমিক। এ ঘটনায় বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, যার ফলে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েও স্থবিরতা দেখা দেয়।
সোমবার দুপুর দেড়টার দিকে শ্রমিকরা পুলিশের কাছে ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার ও শাস্তির ব্যবস্থা এবং ক্ষতিপূরণ দেওয়ার শর্তে অবরোধ কর্মসূচি তুলে নেন। আহত শ্রমিককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন